রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, শিক্ষক যত ভালো হবেন ছাত্রও তত ভালো হবে। একজন আদর্শ শিক্ষক হবেন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান। রবিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এসব কথা বলেন তিনি। উপাচার্য আরও বলেন, শিক্ষকরা জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর। তাঁরা যে শিক্ষায় শিক্ষার্থীদের আলোকিত করেন, শিক্ষার্থীরা সেই অনুসারে ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দেন। এটা মহান পেশা। তাই একজন মহান শিক্ষক হিসেবে তাঁকে সৎ ও আদর্শবান হতেই হবে।
জানা গেছে, বিশেষ কারণে নির্দিষ্ট দিনের পরিবর্তে বিশ্ব শিক্ষক দিসব ২ নভেম্বর পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটি উপলক্ষে সকালে শোভাযাত্রা এবং আলোচনা সভা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিশেষ মর্যাদায় ভূষিত করা হয়। তারা হলেন- সাবেক উপাচার্য ও পিএসসি সদস্য অধ্যাপক আয্হার উদ্-দীন, সাবেক উপাচার্য অধ্যাপক মামনুনুল কেরামত ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম নজরুল ইসলাম। এ ছাড়াও দিবসটি উপলক্ষে ‘টেকসই সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা হয়। এতে বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের পুরস্কৃত করা হয়।