দুর্নীতির অভিযোগ থাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার ও স্বার্থসংশ্লিষ্টদের ১২০টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ১১৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৪৩ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৭০ টাকা রয়েছে। বাকি ৬টি ডলার অ্যাকাউন্টে ২৪ হাজার ৭৯০ ডলার রয়েছে।
গতকাল ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের ৯ সদস্যের সমন্বয়ে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ৩৯টি ব্যাংক হিসাব এরই মধ্যে অবরুদ্ধ করা হয়েছে। এরপর বিএফআইইউর অবরুদ্ধ করা ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়। অনুসন্ধান চলমান থাকাবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব আদালতের মাধ্যমে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।