হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এস এম আসলাম রেজা। উচ্চ আদালত গঠিত কোম্পানির অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগ নেতাকে সিইও বানানোর সিদ্ধান্তে বিমা খাতে বইছে বিতর্কের ঝড়।
সূত্র জানায়, এস এম আসলাম রেজা ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সানলাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি)। পদে ছিলেন এএমডি, কিন্তু কার্যত ছিলেন মালেক পরিবারের প্রতিনিধি। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে মানিকগঞ্জে জাহিদ মালেকের নির্বাচনি সমন্বয়ক রেজা ছিলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। অভিযোগ রয়েছে, আসলাম রেজা বিমা খাতের সাইনবোর্ড ব্যবহার করে তদবিরবাজি ও টেন্ডার বাণিজ্যে জড়িত ছিলেন। স্থানীয়ভাবে তিনি পরিচিত ছিলেন জাহিদ মালেকের তল্পিবাহক বা ক্যাশিয়ার হিসেবে। স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় জাহিদ মালেকের পরিবার সানলাইফ ইন্স্যুরেন্সের নিয়ন্ত্রণ নিয়ে গড়ে তোলে পারিবারিক সিন্ডিকেট। চেয়ারম্যান করা হয় বোন অধ্যাপক রুবিনা হামিদকে, পরিচালক হন স্ত্রী শাবানা মালেক, ছেলে রাহাত মালেক ও ভগ্নিপতি কাজী আখতার হামিদ। কোম্পানির হাজারো গ্রাহকের দাবিদাওয়া বকেয়া রেখেই পরিবারটি শেয়ার বিক্রি করে বিদেশে অর্থ পাচারের অভিযোগে জড়িয়ে পড়ে।
সেই সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিলেন আসলাম রেজা।
গত ৩ সেপ্টেম্বর হাই কোর্ট হোমল্যান্ড লাইফের বোর্ড বিলুপ্ত করে পাঁচ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ গঠন করেন। মো. আবদুল মজিদকে চেয়ারম্যান এবং অধ্যাপক আলী আহসান, মো. জাকির হোসেন, মোহাম্মদ শাকিল চৌধুরী ও উজমা চৌধুরীকে সদস্য করা হয়। এই বোর্ড দায়িত্ব নেয় ১০ সেপ্টেম্বর। নীতিমালা অনুযায়ী কেবলমাত্র বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদিত তালিকা থেকেই সিইও নিয়োগ দেওয়া যায়। কিন্তু হোমল্যান্ড বোর্ড সেই নিয়ম উপেক্ষা করে আসলাম রেজাকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ উঠেছে।