ওয়ার্ল্ড হ্যান্ডরাইটিং কনটেস্টে বিজয়ী হয়েছে রংপুর ক্যান্ট পাবিলক স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী আদিরা ইফরিন ও সুদীপ্তা রায়। তাদের এ অর্জনে ক্যান্ট পাবিলক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী আনন্দে ভাসছেন। সেই সঙ্গে বিজয়ী দুই শিক্ষার্থীর পরিবার ও স্বজনদের মধ্যে বইছে প্রাপ্তির আনন্দ।
আদিরা ইফরিন রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়ার্ল্ড হ্যান্ডরাইটিং ডেভেলপমেন্ট অরগানাইজেশন আয়োজিত ওয়ার্ল্ড হ্যান্ডরাইটিং কনটেস্টে এয়ারটিক হ্যান্ডরাইটিং গ্রুপ ১ এ প্রথম স্থান অধিকার করেছে।
তার বাবা গাইবান্ধা সরকারি কলেজ সহকারী অধ্যাপক এ এস এম আশফাখুল ইসলাম, এবং মা রংপুরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, বিসিএস (ডাক। সে প্রায় তিন বছর থেকে সুজন্স একাডেমিতে হাতের লেখা এবং ড্রয়িং শিখছে। এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।