বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট নিউইয়র্ক সিটির অদূরে লং আইল্যান্ডে পোর্ট ওয়াশিংটন জামে মসজিদে জুমার নামাজ শেষে এ আয়োজন করা হয়।
মসজিদের ইমাম ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবদুল লতিফ সম্রাটের নেতৃত্বে এ মাহফিলে বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনার পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন মেট্রো এলাকায়ও বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন করা হয়।