বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দাবি ঠিক নয়।’ পিআর পদ্ধতির দাবি প্রসঙ্গে গতকাল চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দুদু বলেন, ‘পিআর পদ্ধতি চালু করতে সংসদের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। সংসদ ছাড়া এ পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয়।
যারা এটা দাবি করছে তারা সম্ভবত নির্বাচনকে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কারণও আছে।
পিআর দাবি করা অনেক দল আছে যারা কখনোই সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি।’
দুদু আরও বলেন, ‘বর্তমানের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো স্ব-উদ্যোগে নির্বাচনে অংশ না নিলে নিজেদেরই ব্যর্থতা। দাবিদাওয়া থাকতে পারে। সেগুলোকে নির্বাচনের কর্মসূচিতে এনে জনগণের সমর্থন নিয়ে সংসদে আসতে হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসলাম মানুষকে শিষ্টাচার শেখায়। কীভাবে কথা বলতে হয় সেটা শেখায়। কোরআনের প্রথম কথা আছে ‘পড়’। এঁরা কতটুকু পড়াশোনা করে আমার জানা নেই। এঁরা অন্যের রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে এমন ভাষা প্রয়োগ করে, যা খুবই দুঃখজনক।’
চুয়াডাঙ্গা বিএনপির রাজনীতি প্রসঙ্গে দুদু বলেন, যে কোনো সময়ের তুলনায় চুয়াডাঙ্গা বিএনপির রাজনীতি সুসংগঠিত আছে। তবে দলের মধ্যেও ভিন্নমত পোষণ করা বা ভিন্নভাবে চিন্তা করা মানুষ থাকতে পারে। এটা গণতন্ত্রেরই অংশ। যখন জোয়ার শুরু হবে তখন কেউ যদি জোয়ারে নামতে না পারে তাহলে সে ডাঙ্গায় একা হয়ে দাঁড়িয়ে থাকবে।’ চুয়াডাঙ্গা বিএনপিতে কোনো মতভেদ বা মতপার্থক্য নেই বলেও মনে করেন এই বর্ষীয়ান নেতা।