আগের দিনের ধারাবাহিকতায় গতকাল সপ্তাহের শেষ দিনেও উত্থান হয়েছে শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহের পাঁচ দিনের লেনদেনে ডিএসইতে প্রথম দুই দিন সূচক কমেছে ১১২। শেষ তিন দিনের লেনদেনে সূচক বেড়েছে ৭৭ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বেড়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ফলে এ বাজারটিতেও মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১৫৭টির। আর ৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাজারটিতে লেনদেন হয়েছে ৭০৮ কোটি ৯৪ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৭৬ কোটি টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৩২ কোটি ৯৪ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। ৪১ টাকা ২০ পয়সা থেকে কমে ৪১ টাকায় কোম্পানিটির ৩৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে ফারইস্ট নিটিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৬৬ লাখ টাকার। ১৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই গতকাল বেড়েছে ৬৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১২ প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ৭১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০ কোটি ১৩ লাখ টাকা।