প্রথমবারের মতো রেলপথে চলমান প্ল্যাটফর্ম থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন করেছে ভারত। নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রটির নাম ‘অগ্নিপ্রাইম’, যার সর্বোচ্চ পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স (আগের টুইটার)-এ দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। প্রতিরক্ষামন্ত্রী জানান, রেলভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম থেকে এ ধরনের ক্ষেপণাস্ত্রের এটি প্রথম উড্ডয়ন পরীক্ষা। ২ হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অগ্নিপ্রাইমে রয়েছে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ।-এনডিটিভি
রাজনাথ সিং এক্সে লিখেছেন, ভারত রেলভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম থেকে মাঝারি পাল্লার অগ্নিপ্রাইম ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। নতুন প্রজন্মের এ ক্ষেপণাস্ত্র ২ হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লার জন্য নকশা করা হয়েছে এবং এতে বিভিন্ন আধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে। তিনি আরও বলেন, বিশেষভাবে নকশা করা রেলভিত্তিক লঞ্চার ব্যবস্থার কারণে ক্ষেপণাস্ত্রকে রেল নেটওয়ার্কে যেকোনো স্থানে দ্রুত স্থানান্তর করা সম্ভব হবে এবং অল্প সময়ে কম দৃশ্যমান অবস্থায় উৎক্ষেপণ করা যাবে। এ অর্জনের মাধ্যমে ভারত সেই সব দেশের সারিতে যোগ দিল, যাদের চলমান রেল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা রয়েছে। রাজনাথ সিং এ সফল পরীক্ষার জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ডিআরডিও), স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি) এবং সশস্ত্র বাহিনীর বিজ্ঞানী ও কর্মকর্তাদের অভিনন্দন জানান।