সন্ত্রাসবাদ ও উগ্রবাদে কোনো ছাড় নেই। এ ধরনের অপরাধে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। জুলাই গণ অভ্যুত্থান-পরবর্তী জেল পলাতক একজন ছাড়া সব জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে দেশে জঙ্গিবাদের তেমন কোনো কার্যক্রম আমরা দেখছি না। গতকাল রাজধানীর বারিধারায় ডিপ্লোমাটিক জোনে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম। তিনি বলেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয়, সহনশীল মুসলিম দেশ, যা সাম্প্রদায়িক-সম্প্রীতিতে বিশ্বাসী। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, মাদক এবং বিশেষ করে যুবকদের মধ্যে ক্রমবর্ধমান অনলাইন ও সাইবার অপরাধ থেকে দেশকে মুক্ত রাখতে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
এসব সমস্যা মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। এ ক্ষেত্রে এটিইউর ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই জনসাধারণের সহযোগিতা, বিশেষ করে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে ‘ইনফরম এটিইউ’ অ্যাপ এবং একটি হটলাইন নম্বর (০১৩২০০২৬৯৯৬) চালু করা হয়েছে, যেখানে তথ্যদাতার গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্বে রাখা হবে।