‘মোগো একসময় সবই ছিল। এখন মোরা পথের ভিখারি হয়ে গেছি। মোগো কৃষিজমি-বসতবাড়িসহ সবকিছুই নদীর পেটে। শুধু স্মৃতি নিয়ে বেঁচে আছি। এক রাতেই চোখের সামনে নদী ভাঙনে সব বিলীন হয়ে গেছে। মোগো এখন পরের জায়গায় অস্থায়ী ঘর তৈরি করে থাকতে হচ্ছে। যাওয়ার কোনো জায়গা নেই। স্বামীর কবর পর্যন্ত রাক্ষুসে আড়িয়াল কেড়ে নিয়ে গেছে। আমাগো নদী ভাঙনের হাত থেকে আপনারা বাঁচান। মোগো পাশের বাড়ির লোকজন আতঙ্কে রয়েছে। যে কোনো মুহূর্তে তাদের বাড়িঘরও নদীর পেটে চলে যাবে।’ নদের ভাঙনে নিঃস্ব হয়ে এমন আকুতি জানালেন মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান এলাকার নতুন চর দৌলত খাঁ গ্রামের নদের পারের ৬৫ বছর বয়সি বৃদ্ধা ময়না বেগম। তাঁর মতো সবকিছু হারিয়ে আহাজারি করেন আরও শত শত মানুষ। তাঁরা বসতবাড়ি খুইয়ে দিশাহারা। সরেজমিন দেখা গেছে, নতুন চর দৌলত খাঁ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ নদ। তিন মাসে আড়িয়াল খাঁর তা বে গ্রামের কালাম খাঁ, আবদুর রব বেপারী, নুরুল ইসলাম, শাজাহান বেপারী, মাসুদ বেপারী, রিপন বেপারী, শিপন বেপারী, বাবুল বেপারী, সেলিম বেপারী, সাইম বেপারী, হুমায়ন বেপারী, মোতালেব হোসেন, সিদ্দিক, লিপি, রেণু বেগম, হুগলি বেগম, মহর কাজী, শেফালীসহ শতাধিক পরিবারের ফসলি জমি ও বসতবাড়ি বিলীন হয়ে গেছে। এ ছাড়া ভাঙন হুমকিতে রয়েছে নতুন চর দৌলত খাঁ গ্রামের পাকা সড়ক, খানবাড়ি মাদরাসা, ৪৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন চর দৌলত খাঁ জামে মসজিদ, নতুন চর দৌলত খাঁ প্রাথমিক বিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে দিদার সরদার, ফারুক সরদার, মহাসিন সরদার, নেয়ামুল কাজীর বসতবাড়ি, কুলসুম বেগম, সালেহা খানম, সৌরদ্দী হোসেন, রুবেলসহ অর্ধশতাধিক পরিবার। এ নদের ভাঙন থেকে রক্ষা পেতে সম্প্রতি নতুন চর দৌলত খাঁ গ্রামবাসী আড়িয়াল খাঁর পারে মানববন্ধনও করেছেন। ক্ষতিগ্রস্তরা আড়িয়াল খাঁর ভাঙন রোধে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাঁরা ভাঙনকবলিত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সিডিখান এলাকার বাসিন্দা নেয়ামুল কাজী জানান, ‘নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনেকবার বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’ মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের বলেন, ‘ভাঙন রোধে সব রকম ব্যবস্থা নেওয়া হবে।’ ইউএনও সাইফ উল আরেফিন বলেন, ‘নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারদের শিগগিরই সহযোগিতা করা হবে।’
শিরোনাম
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
আড়িয়াল খাঁর ভাঙন নিঃস্ব শতাধিক পরিবার
বেলাল রিজভী, মাদারীপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর