নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ সম্প্রতি আত্মমূল্যায়ন ও ফলকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা (Self-Assessment and Outcome-Based Education (OBE) System) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছ।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আইকিউএসির পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. (লে. কর্নেল) সরদার মাহমুদ হোসেন এবং একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান এবং আইকিএসির অতিরিক্ত পরিচালক ড. মো. মিজানুর রহমান। বক্তৃতায় তিনি বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল কর্তৃক নির্ধারিত মান পূরণের জন্য ফলাফলভিত্তিক শিক্ষাপদ্ধতির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া আইকিউএসির কাঠামোর মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়াতে বিভিন্ন কৌশলগত পদক্ষেপের দিকনির্দেশনা দেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার মান, স্বচ্ছতা এবং জাতীয় অ্যাক্রিডিটেশন মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রক্ষায় এনইউবি অঙ্গীকারবদ্ধ।