নওগাঁর রাণীনগরে প্রীতম (১১) ও প্রিয়সী (৭) নামের দুই অসহায় শিশুকে আর্থিক সহায়তা দিয়েছেন ইউএনও রাকিবুল হাসান। গতকাল নিজ কার্যালয়ে তাদের হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় দুই শিশুর চাচা পলাশ চন্দ্র প্রামাণিক উপস্থিত ছিলেন।
মা-হারা সপ্তম শ্রেণির প্রীতম ও দ্বিতীয় শ্রেণির প্রিয়সী বুদ্ধিপ্রতিবন্ধী ডাবলু প্রামাণিকের সন্তান। তাদের বাড়ি উপজেলার কুজাইল হিন্দুপাড়া গ্রামে। চেক পেয়ে খুশি দুই শিশুর চোখেমুখে ছিল এক বিশাল স্বপ্ন।
ইউএনও তাদের উদ্দেশে বলেন, পড়াশোনা চালিয়ে যেতে যেকোনো বিষয়ে আমাকে জানাবে। সব সময় তোমাদের পাশে আছি। তোমাদের জন্য দোয়া রইল। উল্লেখ্য, ছোট্ট দুই শিশুর মা পূর্ণিমা চিকিৎসার অভাবে ১১ এপ্রিল নিজ বাড়িতে মারা যান।