দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ জেলা শাখা। এতে প্রধান আলোচক হিসেবে আইটির ভবিষ্যৎ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) ভূমিকা এবং এর সার্টিফিকেট অর্জনের পদ্ধতি নিয়ে আলোচনা করেন এনএসডিএর সার্টিফাইড ট্রেইনার অ্যান্ড অ্যাসেসর (আইটি) রাকিব সরকার।
কর্মশালায় ডিজিটাল মার্কেটিংবিষয়ক সেশন পরিচালনা করেন ওরগার্ট্রো আইটির সিইও ও ডিজিটাল মার্কেটার সিকে সঞ্জয় এবং ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ে আলোচনা করেন ফুল স্ট্যাক ডেভেলপার ও ওপেন সোর্স কন্ট্রিবিউটর শিবশ্রী রায়।
এ সময় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ননটেক আনোয়ার হোসেন, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি এমদাদুল হক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি, শুভসংঘের সদর উপজেলা শাখার সভাপতি মো. আসতারুল আলম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সহসাংগঠনিক সম্পাদক চাঁদ শরীফ, দপ্তর সম্পাদক মিলন আহম্মেদ, ক্রীড়া সম্পাদক ফিরোজ, শুভসংঘের সরকারি কলেজ শাখার সহসভাপতি অরূপ কুমার রায়, সহসাংগঠনিক সম্পাদক রোকোনুজ্জামান হৃদয়, সদস্য আসাদুল্লাহ আসিফ, জাকির হোসেন রিফাত, ঋষিকেশ রায়, অরিত্রি রায়, তাসমিয়া ইসলাম, পাওয়েল দেব, শাহরিয়ার ইসলাম, প্রতাপ চন্দ্র রায় ও বৃষ্টি প্রমুখ উপস্থিত ছিলেন।