বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েস্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপি সংস্কারে বিশ্বাস করে। তবে কুসংস্কারে বিশ্বাস করে না। সংস্কারের নামে কুসংস্কার চলবে না। যারা পিআর পদ্ধতিতে যাবে, সেটা পিছনের রাস্তা। বিএনপি চায় সামনের রাস্তা। পিআর সিস্টেম ভালো না। সেটা সব দেশে একসেপ্ট না। এটা কোনো সিস্টেম না। তা ছাড়া দেশের মানুষ যা বোঝে না তা গেলানোর চেষ্ট করবেন না।’
গতকাল সন্ধ্যায় নরসিংদীর ইটাখোলা মোড়ে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় শিবপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতকে উদ্দেশ করে তিনি আরও বলেন, জনগণ যদি ’৭১-এর পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে গিয়ে আপনাদের ভোট দেয়, আমরা সালাম দেব। ’৭১-এর পরাজিত শক্তির আস্ফালন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারেন না, একথা কিন্তু আমরা এখনো বলিনি। স্বাধীনতা যুদ্ধে আপনারা অপরাধ করেছেন, আমরা ক্ষমা করেছি কিন্তু ভুলে যাইনি।
শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিজ রিকাবদারের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন, মনোহরদী বেলাবো আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার প্রমুখ।