জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল প্রকাশ করা হয়েছে জুলাইয়ের চতুর্থ পোস্টার ‘পরাধীনতার দিনগুলি’। পোস্টারটি প্রকাশ করে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে ১০টি পোস্টার এঁকেছেন। এ ১০টি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল। প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে। আজ (৪ জুলাই) জুলাইয়ের চতুর্থ পোস্টারটি প্রকাশ করা হলো।’
এর আগে ১ জুলাই প্রকাশ করা হয়েছিল জুলাইয়ের প্রথম পোস্টারটি, যার শিরোনাম ছিল ‘রাষ্ট্রীয় মদদে গুম’। ২ জুলাই প্রকাশ করা হয় জুলাইয়ের দ্বিতীয় পোস্টার, যার শিরোনাম ছিল ‘বিডিআর ম্যাসাকার’। ৩ জুলাই প্রকাশ করা হয় জুলাইয়ের তৃতীয় পোস্টার, যার শিরোনাম ছিল ‘শাপলা ম্যাসাকার’। এ ছাড়া জুলাই স্মৃতি উদ্যাপনের অংশ হিসেবে গতকালও মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হয়। চলছে জুলাই হত্যাকাে র খুনিদের বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি।
১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে এ কার্যক্রম।