নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘরে ঢুকে হোসনে আরা বেগম (৭০) নামে এক বৃদ্ধ নারীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। আহত হোসনে আরা বেগম ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল কোম্পানির মা।
৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন কামাল।
ভুক্তভোগীর আরেক ছেলে মাইন উদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সাত থেকে আটজন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয়। এরপর তার দুটি কান ছিঁড়ে এবং শরীরে থাকা প্রায় চার ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে আমার ভাতিজা ও অন্যরা মিলে মাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা লোককে চিনে ফেলায় ওই নারীকে গুরুতর জখম করা হয়। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।