ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ১০৫ বছরে পদার্পণ করেছে। দিবসটি উপলক্ষে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৯টায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হন। শোভাযাত্রাটি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে পায়রা চত্বরে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন এবং কেক কাটার মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য। টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্যভিত্তিক আলোচনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ ফায়েজ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা সবাইকে নিয়ে বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই।
পড়াশোনা ও গবেষণাকে আমরা রাজনৈতিক মতাদর্শের দলাদলির বাইরে রাখতে চাই। একই সঙ্গে রাজনীতি যেন বিশ্ববিদ্যালয়মুখী হয়, ছাত্র-ছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক চর্চার জন্য রাজনীতি থাকবে কিন্তু বাইরের হস্তক্ষেপে যেন পরিচালিত না হয়।