বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কে কী বলল সেটা বড় কথা না। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন, তারেক রহমানকে বিশ্বাস করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর আস্থা রাখেন সেই সঙ্গে ধানের শীষ প্রতীক মানেন তাদের সবার বিএনপির সদস্য হতে বাধা নেই।
তিনি আরও বলেন, আমরা দেশের জন্য কাজ করতে চাই। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। গতকাল দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখী ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ঘোড়াঘাট উপজেলা হলরুমে এক কর্মিসভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের নিরাপত্তা ও যারা পঙ্গু হয়েছে, তাদের পুনর্বাসিত করা ও তাদের সহযোগিতা করার জন্য দরকার দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন দেওয়া। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য প্রয়োজন মানসিকতা দক্ষতা দূরদর্শিতা। সেই সঙ্গে মানুষের অধিকার ফেরত দেওয়ার আগ্রহ যারা লম্বা করার চেষ্টা করেন তারা করতে পারেন কিন্তু মনে রাখতে হবে জাতীয় নির্বাচন জরুরি।