আগামী শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে জড়িত ইউরোপীয় দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা করতে সম্মত হয়েছে। যা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত।
তিনি আরও বলেন, শুক্রবার ইস্তাম্বুলে উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে ইরানের পক্ষ থেকে মাজিদ তখত-রাভানচি এবং কাজেম ঘরিবাদি অংশগ্রহণ করবেন।
সূত্র : এএফপি ও আনাদোলু
বিডি-প্রতিদিন/বাজিত