চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২১ জুলাই) সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে মো. আমির হোসেনের বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে আটককৃতরা হলেন- বাড়ির মালিক মো. আমির হোসেন (৪৮), বাহাদুর হোসেন (২৫), এবং একই গ্রামের জমির হোসেনের স্ত্রী জেসমিন (২৫)।
মহানন্দা ৫৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় ৮৯ বোতল ফেন্সিডিল, ৫৬৫ পিস ইয়াবা ও নগদ ১১ লাখ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক ও চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় অভিযান আরও জোরদার করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ