আবারও বিপত্তি এয়ার ইন্ডিয়ার প্লেনে। এবার অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে ভারতীয় এই বিমান সংস্থার একটি প্লেন। এতে প্লেনের চাকা ও ইঞ্জিন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন প্লেনটির ক্রু ও যাত্রীরা।
সোমবার সকালে প্রবল বৃষ্টির মধ্যে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিতে ভেজা রানওয়েতে অবতরণের সময় ছিটকে পড়েছে কোচি থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট।
যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
জানা গেছে, প্লেনটির পেছনের অংশে কাচের টুকরো আটকে রয়েছে এবং একটি ইঞ্জিনে স্পষ্ট ক্ষতির চিহ্ন রয়েছে। রানওয়েতেও আংশিক ক্ষয়ক্ষতির খবরও মিলেছে।
ঘটনার পর প্লেনটিকে গ্রাউন্ডেড করে রাখা হয়েছে এবং বর্তমানে কারিগরি পরীক্ষা চলছে। মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “২১ জুলাই সকাল ৯টা ২৭ মিনিটে কোচি থেকে আসা একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গেই জরুরি ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে যায়। প্লেনে থাকা যাত্রী ও ক্রু সকলেই নিরাপদে আছেন।”
এছাড়া আরও জানানো হয়, “প্রধান রানওয়ে ০৯/২৭-এ কিছু ক্ষতির খবর পাওয়া গেছে। তাই রানওয়ে পরিষেবা স্বাভাবিক রাখতে সেকেন্ডারি রানওয়ে ১৪/৩২ চালু করা হয়েছে। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার সবসময়ই যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তা।”
তবে রানওয়ে আংশিকভাবে বন্ধ থাকায় ফ্লাইট সূচিতে বিলম্ব হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে মুম্বাই শহরে সোমবার ভোর থেকে টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যান চলাচলে ব্যাঘাত দেখা দিয়েছে। এরই জেরে বিমান চলাচলেও প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি, দ্য হিন্দু, জি নিউজ
বিডি প্রতিদিন/একেএ