নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার সকালে র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক তিন আসামি হলেন- বরিশাল জেলার কাজিরহাট থানার গদিকাটা এলাকার ইমরান (২৩), কুমিল্লা সদর দক্ষিণ থানার শাহ দৌলতপুর এলাকার মো. মাসুম (২৮) এবং বাগেরহাট জেলার কচুয়া থানার মঘিয়া এলাকার মো. আলমগীর (২৫)।
র্যাব জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযানে নামে। আটক ইমরান পিকআপটির চালক এবং আলমগীর হেলপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে মাসুম মোটরসাইকেলে মাদকবাহী গাড়ির পাশে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ