লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক মৎস্য খামারের ঘেরে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী খামারি ইয়াকুব আলী জানান, এক একর আয়তনের মাছের ঘেরে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। মঙ্গলবার সকালে ঘেরে গিয়ে তিনি দেখেন, শত শত মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এছাড়া ঘেরপাড়ে বিষাক্ত ট্যাবলেটজাতীয় বস্তু পড়ে থাকতে দেখা যায়।
ইয়াকুব আলী বলেন, ‘আমি নিঃস্ব হয়ে গেলাম। কয়েক বছর ধরে যত্ন করে মাছ চাষ করছিলাম। বিক্রির সময় ঘনিয়ে এসেছিল, ঠিক তখনই এমন ঘটনা ঘটল। রাতে কে বা কারা বিষ দিয়ে সব শেষ করে দিল। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
তিনি ধারণা করেন, পূর্ব কোনো শত্রুতা বা প্রতিহিংসার জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
ইয়াকুবের ছোট ভাই ইজ্জত আলী বলেন, ‘এটি একটি পূর্বপরিকল্পিত ক্ষতিসাধন। আমাদের পরিবারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এমন চক্রান্ত করা হয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।’
প্রতিবেশী ফজলুর হক ও গজর উদ্দিন বলেন, ইয়াকুব আলী মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন। পুরো ঘেরের মাছ মারা যাওয়ায় তিনি চরম ক্ষতির মুখে পড়েছেন। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইয়েদুল মোফাচ্ছালীন বলেন, ‘মাছচাষী ইয়াকুব আলী বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ভবিষ্যতে তাকে সরকারি প্রণোদনা বা সুবিধা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।’
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ