নটর ডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুবর অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবার, সহপাঠীসহ অন্যরা। গতকাল নটর ডেম কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তার মৃত্যুর ১০ দিন পার হওয়ার পরও সঠিক কারণ এখনো জানতে না পারায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। ঘটনাটি কলেজ প্রাঙ্গণে ঘটলেও কলেজ কর্তৃপক্ষ কার্যকরী কোনো ভূমিকাই নেয়নি বলে অভিযোগ তাদের।
মানববন্ধনে ধ্রুবর বাবা বানিব্রত দাস চঞ্চল অভিযোগ করে বলেন, কলেজ ভবন থেকে কীভাবে সে পড়ে গেছে, এর পেছনে কারণ কী, তা খোলাসা করছেন না কলেজ কর্তৃপক্ষ। আমার ছেলের মৃত্যুর ১০ দিন হয়ে গেলেও ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। আমার সন্তানের মৃত্যুর সঠিক কারণ জানার জন্য সিসি ক্যামেরা ফুটেজ দেখাতে সহযোগিতা করছে না কলেজ প্রশাসন। তারা কোনো তদন্ত করছে না। এর পেছনে কী কারণ তা-ও বলছেন না কলেজ কর্তৃপক্ষ।
ধ্রুবর মা তমা রানী সিং বলেন, আমার ছেলের মৃত্যুর পর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছি। তাদের জিজ্ঞাসা করেছি, কীভাবে মৃত্যু হয়েছে? সে বিষয়ে তারা কিছুই বলছেন না।
তিনি বলেন, এটা হত্যাকান্ড না কি দুর্ঘটনা সে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে তদন্ত করে জানাতে হবে। কারণ, ঘটনাটি কলেজের ভিতরে ঘটেছে। এর দায় কলেজ কর্তৃপক্ষ এড়াতে পারে না।
মানববন্ধনে ধ্রুবব্রত দাস ধ্রুবর সহপাঠীরা বলেন, নটর ডেম কলেজ বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজ পরিচালনায় তাদের দক্ষতার বিষয়ের সবাই অবহিত। এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন একটি অস্বাভাবিক মৃত্যু হলেও কলেজ কর্তৃপক্ষের ভূমিকা রহস্যজনক। মৃত্যুর সঠিক তদন্তে সবার সহযোগিতা কামনা করেন তারা।