এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল সুস্থ আছেন। এভারেস্ট সামিট করে গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্প-২ তে নেমে আসেন তিনি। এর অর্থ তিনি এভারেস্টের ৮ হাজার ৮৪৮ মিটার থেকে ৬ হাজার ৪০০ মিটারে নেমে আসেন। এক ভয়েস বার্তায় এই এভারেস্টজয়ী এসব জানান। এরপর সেখান থেকে গতকাল দুপুরেই এভারেস্ট বেজক্যাম্পে ফিরে আসেন। শাকিল আরও জানান, লম্বা সময় ধরে সামিট পুশ এবং সারা দিন হেঁটে নিচে নেমে আসার ফলে তিনি কিছুটা ক্লান্ত। এর সঙ্গে তার কাঁশিও আছে।
এই এভারেস্টজয়ী বলেন, সামিটের সময়ে প্রচণ্ড বাতাস ছিল। সেখানে তারা ভালোই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। সামিটের পরে কিছুটা স্নো ব্লাইন্ডের শিকার হন। সূর্যের আলট্রাভায়োলেন্স রে এই সমস্যা তৈরি করে। আশা করা হচ্ছে এই সমস্যা ঠিক হয়ে যাবে। এ ছাড়া তার হাতের আঙুলগুলোর অগ্রভাগ কালো হয়ে ফ্রস্টবাইটের সিমটম দেখা দেয়। বেজক্যাম্পে ফিরে তিনি এ বিষয়গুলো সেখানকার মেডিকেল টিমকে জানাবেন বলে বার্তায় উল্লেখ করেন। এ ছাড়া কাঠমান্ডুতে ফিরেও প্রয়োজনীয় চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন এই পর্বতারোহী।