সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ নিরসন ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুল্যাহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের আমীর আব্দুল মতিন ফারুকি, এনসিপির যুগ্ন আহবায়ক ড. আতিক মুজাহিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ