রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে কবির হোসেন শিকদার (৩৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ, হত্যার পর ভবন থেকে ফেলে দেওয়া হয়েছে তাকে। গতকাল ভোরে রামপুরা কুঞ্জবন মনোয়ারা মসজিদের পাশের নির্মাণাধীন ভবনে ঘটনাটি ঘটে।
নিহত কবিরের প্রতিবেশী পলাশ বলেন, রাতে বিপ্লব ও আরিফের সঙ্গে ওই ভবনের চারতলায় ছিল কবির। একটা শব্দ শুনে নিচে গিয়ে দেখা যায়, কবির ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে আছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কবিরের বড় ভাই আবুল হোসেন বলেন, ‘কবির ব্যাটারি চালিত রিক্সা চালাতো। গতকাল মোবাইলের মাধ্যমে কবিরের মৃত্যুর খবর পাই। নির্মাণাধীন ভবনের চারতলায় তাকে মারধর করে নিচে ফেলে হত্যা করা হয়েছে।’
রামপুরা থানার এসআই সুব্রত পাল বলেন, ‘কবিরের মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’