সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খেলাফত আন্দোলন, ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে।
আমাদের নাটোর প্রতিনিধি জানান : আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নাটোরে আনন্দ মিছিল করেছে জামায়াতের নেতা-কর্মীরা। গতকাল সকালে শহরের মাদরাসা মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, সাধারণ স¤পাদক সাদেকুর রহমান, শহর জামায়াতের সাধারণ স¤পাদক আলী আল মাসুদ মিলন, সদর উপজেলা জামায়াতের আমির মীর নুরুন্নবী ইসলাম প্রমুখ। তারা বলেন, শুধু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেই চলবে না। শেখ হাসিনা সরকারে থাকাকালীন যারা গণহত্যা চালিয়েছে বা গণহত্যা চালাতে সহযোগিতা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
নেত্রকোনা প্রতিনিধি জানান, গতকাল বিকালে বড়বাজার এলাকায় মিষ্টি বিতরণ করেছে খেলাফত আন্দোলনের নেতারা। এ ছাড়া গত শনিবার রাতে নেত্রকোনা জেলা শহরে আনন্দ মিছিল করে খেলাফত আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এনসিপির নেতারা। মধ্যরাতেই বড়বাজার শাহী মসজিদের সামনে থেকে খেলাফতের মিছিল বের হয়। অন্যদিকে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ও এনসিপি মিছিল বের করে মোক্তারপাড়া জামে মসজিদের সামনে থেকে। রবিবার দুপুরে খেলাফত আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার আয়োজনে বড় বাজার শাহী মসজিদের পাশের সব দোকানি এলাকাবাসীকে মিষ্টি খাওয়ায় খেলাফত আন্দোলন। খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহীর নেতৃত্বে রবিবার বিকালে বড়বাজার এলাকায় মিছিল বের করে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি জানায়, রবিবার দুপুরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা শহরের মিঠাপুকুর এলাকার পঞ্চগড় ডায়াবেটিকস সমিতির সামনে থেকে শোকরানা ও আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শিক্ষার্থীরা একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করে। পরে সেখান থেকে একটি আনন্দ মিছিল বের করে তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে ফের বটতলায় গিয়ে শেষ হয়।