এল ক্ল্যাসিকোর লড়াই সব সময়ই ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের। লা লিগায় এ লড়াইয়ের রয়েছে ভিন্ন তাৎপর্য। বিশেষ করে মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোর। বহু বছর ধরেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এ লড়াই লা লিগার শিরোপা নির্ধারণ করেছে। গতকালও ছিল এমনই এক লড়াই। বার্সেলোনার মাঠ অলিম্পিক স্টেডিয়ামে খেলতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। লা লিগার চলতি মৌসুমে শেষ এল ক্ল্যাসিকো। এ লড়াই দুই দলের কাছেই ছিল গুরুত্বপূর্ণ। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কাছে। চলতি মৌসুমে আগের তিনটি এল ক্ল্যাসিকোতেই জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগায় গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের মাঠে বার্সেলোনা জয় পায় ৪-০ গোলে। এরপর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। কোপা দেল রে কাপের ফাইনালে পরাজিত করে ৩-২ গোলে। গতকাল প্রতিশোধের মিশন নিয়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে ম্যাচের শুরুর দিকেই দুটি গোল করে প্রতিশোধ নেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন। তবে প্রথমার্ধ্বেই এক হালি গোল দিয়ে গার্সিয়া, ইয়ামাল, রাফিনহারা রিয়াল মাদ্রিদকে কোণঠাসা করে ফেলেন। শেষ পর্যন্ত ম্যাচটা বার্সেলোনা জয় করে ৪-৩ ব্যবধানে। কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি। তিনি ম্যাচের ৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। এরপর ১৪ ও ৭০ মিনিটে আরও দুটি গোল করেন। বার্সেলোনার পক্ষে এরিক গার্সিয়া (১৯ মিনিট), লামিন ইয়ামাল (৩২ মিনিট) এবং রাফিনহা (৩৪ ও ৪৫ মিনিট) গোল করেন। শেষ দিকে বার্সেলোনার একটা গোল ভিএআর দেখে বাতিল করেন রেফারি। চলতি মৌসুমে টানা চারটা এল ক্ল্যাসিকো জয় করল বার্সেলোনা। টানা চার বা তার বেশি এল ক্ল্যাসিকে জয়ের রেকর্ড দ্বিতীয়বারের মতো করল বার্সেলোনা। এর আগে পেপ গার্ডিওলার অধীনে বার্সেলোনা এ রেকর্ড গড়েছিল ২০০৮ সালের ডিসেম্বর থেকে ২০১০ সালের নভেম্বর পর্যন্ত। সে সময় টানা পাঁচ ম্যাচে রিয়ালকে হারিয়েছিল বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের দলও সেই রেকর্ডের দিকেই ছুটছে। গতকালের জয়ে বার্সেলোনার শিরোপা প্রায় নিশ্চিত হয়েই গেল। হাতে থাকা তিন ম্যাচের মধ্যে একটা জিতলেই চ্যাম্পিয়ন হবে কাতালানরা। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে রিয়ালের সংগ্রহ ৭৫ পয়েন্ট।
শিরোনাম
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
- সোনারগাঁয়ে পৌর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ
- মারা গেলেন হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
রিয়ালকে হারিয়ে শিরোপার কাছে বার্সা
এল ক্ল্যাসিকো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর