লা লিগায় মৌসুমের শেষ এল ক্লাসিকোতে দুর্দান্ত পারফরম্যান্স করে নতুন রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনার মাঠে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদে নিজের অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন এই ফরাসি তারকা।
রবিবার (১১ মে) অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের মধ্যেই ঝলক দেখান এমবাপ্পে। মাত্র ১৪ মিনিটের মধ্যেই জোড়া গোল করেন তিনি। পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোল করে চিলির কিংবদন্তি ইবান সামোরানোর পাশে বসেন, যিনি ১৯৯২-৯৩ মৌসুমে ৪৫ ম্যাচে ৩৭ গোল করে এতদিন ধরে রিয়ালের অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ধরে রেখেছিলেন।
এরপর ১৪তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের থ্রু বল থেকে নিজের দ্বিতীয় গোল করে সামোরানোকে ছাড়িয়ে যান এমবাপ্পে। ম্যাচের ৭০ মিনিটে ভিনিসিয়াসের আরেকটি পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। গোলমুখে থেকে আলতো টোকায় বল জালে পাঠিয়ে নিজের নামের পাশে তিনটি গোল লেখান ফরাসি ফরোয়ার্ড।
এই হ্যাটট্রিকসহ এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়াল ৩৯-এ। রিয়ালের জার্সিতে অভিষেক মৌসুমেই এমন রেকর্ড গড়ে তিনি প্রমাণ করেছেন নিজের ক্লাস। পাশাপাশি, ২৫ গোল করা রবার্ট লেভানডোভস্কিকে পেছনে ফেলে এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা