বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিএনপির রাজনীতিতে চলছে তোলপাড়। শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ তামিম বক্তব্য দেওয়ার পর ডালপালা মেলতে থাকে গুঞ্জনের। কেউ কেউ চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসন থেকে তামিমের নির্বাচন করার কথা জানান। তবে বিএনপি কিংবা তামিমের পক্ষে কেউ তার রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যুব সমাজের প্রতিনিধি হিসেবে যোগ দেন তামিম ইকবাল। সমাবেশে যোগদানের সঙ্গে তার রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিএনপির সমাবেশে ‘স্পোর্টসম্যান’ হিসেবে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তামিম ইকবাল। তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয় বরং ‘স্পোর্টসম্যান’ হিসেবে তারুণ্যের সমাবেশে যোগদান করেছি। সমাবেশে আমি স্পোর্টস নিয়েই কথা বলেছি। সমাবেশেই আমি অবস্থান পরিষ্কার করেছি। এটা নিয়ে অন্য কিছু ভাবার সুযোগ নেই। জানা যায়, সমাবেশে বক্তব্য দেওয়ার পর চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয় তামিম ইকবালকে ঘিরে। সমাবেশে বক্তব্য দেওয়ার পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-৯ আসন থেকে তামিমের নির্বাচন করার গুঞ্জন ওঠে। শনিবার অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যের মাধ্যমে বিএনপির রাজনীতিতে তামিমের সক্রিয় হওয়ার কথা জানান কেউ কেউ। যদিও বিএনপি কিংবা তামিম কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের রয়েছে ব্যক্তিগত সম্পর্ক। ২০১৩ সালের ২৭ জুন ঢাকার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে তামিম ইকবালের বিবাহোত্তর বউভাত অনুষ্ঠানে দলের সিনিয়র নেতাদের নিয়ে হাজির হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তামিমের বিএনপি সমাবেশে যোগদানের বিষয়ে কথা হয় তার নিকটাত্মীয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীরের সঙ্গে। তিনি বলেন, সমাবেশে যোগদানের রাতেই তামিমের সঙ্গে কথা হয়। আলাপকালে বুঝেছি রাজনীতি নিয়ে তার মধ্যে আগ্রহ নেই। তার চিন্তাজুড়েই রয়েছে ক্রিকেট। ২০০৭ সালে বাংলাদেশের ক্রিকেটে ধূমকেতুর মতো আবির্ভাব হয় ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবালের। অভিষেকের পর থেকে আর পেছনে ফিরে থাকাতে হয়নি বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে। তামিম ইকবাল টেস্ট, ওয়ানডে এবং টি ২০ মিলে ৩৯১ আন্তর্জাতিক ম্যাচে ১৫ হাজার ২৪৯ রান করেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে ২৫ সেঞ্চুরি এবং ৯৪ অর্ধশতক হাঁকান। ২০২৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম।
শিরোনাম
- হবিগঞ্জে গরু চরাতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
- সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই, দ্রুত ফিরছে আইপিএল
- যুদ্ধবিরতির পর ভারতের ৩২টি বিমানবন্দর পুনরায় চালু
- ৩৬৫ বোতল ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার
- উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে মোদি
- বিচ সকার বিশ্বকাপে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন ব্রাজিল
- আলোচনায় বড় অগ্রগতি, ৯০ দিনের জন্য শুল্ক হ্রাসে একমত যুক্তরাষ্ট্র-চীন
- কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র্যাব সদস্য নিহত
- অনলাইন স্ক্যাম ধরতে গুগলের নতুন অস্ত্র ‘জেমিনি ন্যানো’
- জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদ্ঘাটনে সহায়তার আহ্বান
- কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের প্রাণ প্রবাহ ফিরিয়ে আনা হবে : রিজওয়ানা
- ট্রাম্প কি পারস্য উপসাগরের নাম বদলাতে পারেন?
- 'ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার'
- হেলিকপ্টার-ড্রোন-মারণাস্ত্র দিয়ে আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করার নির্দেশ ছিল হাসিনার
- চার দশকের বিদ্রোহের অবসান, নিজেদের বিলুপ্ত ঘোষণা করল কুর্দিরা
- এআই থেকে মুক্তি পেতে চান ব্রিটিশ তারকারা
- ঠাকুরগাঁওয়ে প্রি-পেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ
- গরমে লাউয়ের রস খাওয়ার যত উপকার
- কাশ্মীর এখন কেমন আছে?
- পিলখানা বিদ্রোহ : আরও ৪০ জওয়ান পেলেন জামিন
তামিমকে ঘিরে তোলপাড় চট্টগ্রামের রাজনীতি
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর