দীর্ঘ ৮৪ বছর পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের সুপ্রিম কোর্ট ভবনের নিচতলা থেকে উদ্ধার হয়েছে নাৎসি জমানার ৮৩টি বাক্স। যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকেই সেখানে সংরক্ষিত ছিল। সুপ্রিম কোর্টের একটি জাদুঘর প্রদর্শনীর প্রস্তুতির সময় এসব বাক্সের খোঁজ পাওয়া যায়।
এ বাক্সগুলোতে রয়েছে আলোকচিত্র, প্রচারপত্র, পোস্টকার্ড ও হাজার হাজার নাৎসি পার্টির দলিল, যা অ্যাডলফ হিটলারের মতাদর্শ লাতিন আমেরিকায় ছড়িয়ে দেওয়ার সুস্পষ্ট প্রমাণ বহন করে।
এক বিবৃতিতে আর্জেন্টাইন আদালত জানিয়েছে, “আমরা বাক্স খুলেই দেখি, এই সামগ্রী সরাসরি নাৎসি মতবাদ ছড়ানোর উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।”
১৯৪১ সালের জুনে, জাপানি স্টিমার “নান-আ-মারু” জাহাজে করে বাক্সগুলো জাপানের টোকিওতে অবস্থিত জার্মান দূতাবাস থেকে আর্জেন্টিনায় আসে। সেই সময় আর্জেন্টিনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষ। কিন্তু এই চালান নজরে পড়ে যায় কাস্টমস কর্তৃপক্ষের। যদিও জার্মান কূটনীতিকরা দাবি করে যে, এগুলো কেবলমাত্র ব্যক্তিগত জিনিসপত্র — তবুও কর্তৃপক্ষ নমুনা হিসেবে পাঁচটি বাক্স খোলেন। সেই পরীক্ষা থেকেই দেখা যায়, এগুলো আদতে ছিল নাৎসি প্রচার সামগ্রী — যার মধ্যে রয়েছে হিটলারের ছবি, নাৎসি দলীয় কার্যক্রমের রেকর্ড, এবং গোয়েবেলস-ধাঁচের প্রচারপত্র। বিষয়টি আদালতে গেলে একটি ফেডারেল বিচারক এগুলো সুপ্রিম কোর্টের জিম্মায় রাখার নির্দেশ দেন।
এরপর ৮৪ বছর কেটে যায়। কেন এগুলো আর খোঁজ নেওয়া হয়নি, তা আজও স্পষ্ট নয়।
বর্তমানে সুপ্রিম কোর্ট এগুলোকে উচ্চ নিরাপত্তা ব্যবস্থাসহ একটি কক্ষে সংরক্ষণ করছে। পাশাপাশি, দেশের প্রধান হলোকাস্ট গবেষণা প্রতিষ্ঠান বুয়েনস আইরেস হলোকাস্ট মিউজিয়াম-কে এই বাক্সগুলো সংরক্ষণ, তালিকাভুক্তকরণ এবং গবেষণার জন্য আহ্বান জানানো হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই নথিগুলো হয়তো লাতিন আমেরিকায় নাৎসি উপস্থিতি ও সহযোগিতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক অর্থায়ন ও যোগাযোগ নেটওয়ার্ক সম্পর্কেও নতুন তথ্য দেবে। সূত্র: সিএনএন, সিবিএস নিউজ, ডয়েচে ভেলে
বিডি প্রতিদিন/একেএ