রাজধানীর তুরাগে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ রিজিয়া বেগমের (৪২) মৃত্যু হয়েছে। গতকাল সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিজিয়ার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত ৭ মে রাতে দগ্ধ হন তিনি। রিজিয়ার ভাই ছবদুল্লাহ শেখ বলেন, রিজিয়ার স্বামী নেশা করতো। এসব বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগতো। গত ৭ মে রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সাঈদ ঘরে থাকা কেরোসিন রিজিয়ার শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরে তাকে গ্রেফতার করেছে।
পরে প্রতিবেশীরা রিজিয়াকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।
তুরাগ থানার এসআই উজ্জ্বল মিয়া বলেন, ‘ঘটনার দিনই স্বামী আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।’