বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শাহ জাহান সাজু ও সোনাগাজী আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. নাসির উদ্দিন বাহার ও জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মজুমদারকে কারাগারে পাঠিয়েছেন আদালতে।
সোমবার দুপুরে ফেনী মডেল থানা পুলিশ সদর আমলি আদালত-১-এ তাদের সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা দুজনই মহিপালে গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় মামলার এজহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় আহত এক ব্যক্তির দায়ের করা মামলায় শাহ জাহান সাজু এজাহারভুক্ত আসামি। সে হিসেবে গত ৫ মে শাহজাহান সাজুর ৭ দিনের রিমান্ড চায় প্রতিপক্ষ আইনজীবী, ১২মে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক শুনানির মাধ্যমে রিমান্ডের আবেদন নামঞ্জুর করে ১ দিনের জেলগেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
আদালতের এপিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, ‘জেলা আ'লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ জাহান সাজুকে সোমবার সন্ধ্যায় ফেনী শহরের মিজান রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার উচ্চ আদালত থেকে আগাম জামিনের জন্য নিম্ন আদালতে হাজির হন, আদালত জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
২০২৪ সালের ৫ আগস্ট ট্রাংক রোডে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় শাহজাহান সাজু একজন আসামি। তিনি জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দাগনভূঞা উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
বিডি প্রতিদিন/হিমেল