গত ৩০ এপ্রিল ট্রাফিক পুলিশের দুই সদস্যের কারণে যশোরে সম্ভাব্য একটি ট্রেন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বিষয়টি গত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একপর্যায়ে বিষয়টি নজরে পড়ে যশোরের পুলিশ সুপার রওনক জাহানের। তারই পরিপ্রেক্ষিতে তিনি সোমবার দুপুরে ট্রাফিক পুলিশের ওই দুই সদস্যকে পুরস্কৃত করেন।
পুরস্কার পাওয়া দু’জন হলেন-টিএসআই কবিরুল ও কনস্টেবল শরিফুল ইসলাম। তাদের নিজ কার্যালয়ে ডেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
এসময় তিনি বলেন, ট্রাফিক পুলিশের দুই সদস্যের বুদ্ধিমত্তায় বড় ধরনের একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বুদ্ধিমত্তার বিষয়টি ভাইরাল হয়েছে এবং অসংখ্য মানুষ এর প্রশংসা করেছেন। এ দু’জন সদস্য পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল যশোর শহরের ধর্মতলা এলাকায় ডিউটিতে ছিলেন টিএসআই কবিরুল ও কনস্টেবল শরিফুল ইসলাম। বেলা ১১টার দিকে কয়েকজন লোক তাদের জানান, পাশের রেলক্রসিংয়ে দায়িত্বরত লাইনম্যান খুবই অসুস্থ, ওদিকে ট্রেন আসার সময় হয়ে গেছে। তারা দুজন সেখানে গিয়ে দেখেন লাইনম্যানের শরীরে প্রচণ্ড জ্বর এবং তিনি কাঁপছেন। দ্রুত একটি রিকশা ভাড়া করে তাকে হাসপাতালে পাঠিয়ে দেন তারা।
এর পরপরই ট্রেন আসার শব্দ পেয়ে ট্রাফিক পুলিশের ওই দুই সদস্য নিজেরাই ব্যস্ততম ওই রেল ক্রসিংয়ের গেট নামিয়ে দেন। একপর্যায়ে ট্রেনটি নিরাপদে চলে যায়।
বিডি প্রতিদিন/এমআই