বাংলা সংগীতের মেলোডি কুইন, জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন এখন টরন্টোতে। কানাডার বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ইনডোর ইভেন্ট অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালে গাইবেন তিনি। আগামী ১৭ মে শনিবারের এ আয়োজনের জন্য তিনি আমন্ত্রিত হয়ে গতকাল দুপুর ১টা ৪০ মিনিটে (টরন্টো সময়) টরন্টোতে পৌঁছেছেন। এরপর বিমানবন্দরে অপেক্ষমাণ আয়োজকরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম মিন্টু (সিইও-এনআরবি টিভি, ফাউন্ডার কনভেনর-বাংলাদেশ ফেস্টিভ্যাল), আবদুল আউয়াল (রিয়েলটর, সিইও, টরন্টো হোমস বিল্ডার), আকমল সরকার (রিয়েলটর), ব্যবসায়ী সাদেকুর সুজন, সংগঠক তানজিলা আমিন এবং সৈয়দ জাহাঙ্গীর। এনআরবি টিভির সিইও এবং বাংলাদেশ ফেস্টিভ্যালের ফাউন্ডার কনভেনর শহিদুল ইসলাম মিন্টু বলেন, ‘দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ফেস্টিভ্যালের মঞ্চ সমৃদ্ধ করবেন বাংলার গানের পাখি কিংবদন্তি গুণী সংগীততারকা সাবিনা ইয়াসমিন। এর আগেও ২০১৭ সালে অনুষ্ঠিত বাংলাদেশ ফেস্টিভ্যালে গান ও তাঁর মিষ্টি কথার জাদুতে অডিটরিয়াম ভর্তি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছিলেন তিনি। টানা প্রায় ২ ঘণ্টার মতো তিনি জনপ্রিয় গানে শ্রোতার হৃদয় সিক্ত করেছিলেন। ১৭ মে শনিবার টরন্টো প্যাভিলিয়নে (১৯০ রেল সাইড রোড) অনুষ্ঠিত হবে দর্শকদের ভালোবাসায় সিক্ত অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যাল। এ অনুষ্ঠান অলংকৃত করবেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, তানজিকা আমিনসহ গুণী শিল্পীরা। অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যাল বিগত বছরগুলোর মতো আকাশচুম্বী সফলতা পাবে সবার ভালোবাসায়- এ লক্ষ্যে সব রকম প্রস্তুতি শুরু হয়ে গেছে। শহরজুড়ে এখন শুধুই অপেক্ষা, চলছে প্রতীক্ষার প্রহর গোনা।’