জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য আগামী জুলাই মাসের মধ্যে নির্বাচনি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে জনগণ রাস্তায় নামবে। তিনি বলেন, অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা মঙ্গলজনক নয়। ডিসেম্বরের পর আমাদের দেশে প্রাকৃতিক অনেক দুর্যোগের শঙ্কা থাকে। এ ছাড়া রোজা শুরু হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। ড. ফরহাদ বলেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি আমাদের দীর্ঘদিনের। বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচারকার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও এর সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চালনাকারী, ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে আমরা সঠিক বলে মনে করি। আমরা সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাই।