ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। সোমবার (১২ মে) বিএসএফের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে অবস্থিত ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান। তার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
অপরদিকে, বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন আগরতলার গোকুলনগর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক অজয় কুমার সিং। তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষই সম্মত হয়, সীমান্তে উত্তেজনা এড়াতে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হবে।
এদিকে, সীমান্তে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলার প্রায় ৩১ কিলোমিটার এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে বিজিবি সীমান্তবর্তী এলাকায় সচেতনতামূলক সভার আয়োজন করছে। পাশাপাশি, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, বাসিন্দাদের সীমান্তের ১৫০ গজের মধ্যে চলাচলে নিরুৎসাহিত করা হচ্ছে।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, 'বর্তমান পরিস্থিতিতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো অনুপ্রবেশ ঘটেনি। মাদক ও চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছি।'
বিডি প্রতিদিন/মুসা