সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের *স্থায়ী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন লিটন দাস। দল শিগগিরই দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে। সিরিজ শুরুর আগে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজের ভাবনা ও লক্ষ্য জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
লিটনের ভাষায়, অধিনায়কত্বের চাপ নয়, বরং এটিকে তিনি দেখছেন একটি চ্যালেঞ্জ ও সুযোগ হিসেবে। তার লক্ষ্য একটাই—বাংলাদেশকে সিরিজ জয় উপহার দেওয়া।
লিটন বলেন, 'এখানে জেদের কিছু নেই। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলে, প্রত্যেকেই চায় পারফর্ম করতে। প্রত্যেকটা অধিনায়কই চায় তার দলটা জিতুক। আমিও চাই আমার অধিনায়কত্বে বাংলাদেশ বড় কিছু অর্জন করুক। আমি সিরিজ জিততে চাই, এটাই প্রধান লক্ষ্য।'
নিজের পারফরম্যান্স নিয়েও কথা বলেন লিটন। সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসী কণ্ঠে জানান,'অধিনায়ক না থাকলেও খারাপ করেছি, অধিনায়ক হলেই যে খারাপ করব তা নয়। বরং এটা আমার জন্য বাড়তি সুবিধাও হতে পারে। আমি ইতিবাচকভাবে চিন্তা করছি, আশা করছি ফল আমার পক্ষে আসবে।'
প্রশ্ন ওঠে, অধিনায়ক হিসেবে দলকে কোনো নির্দিষ্ট ধাঁচে খেলাতে চান কি না? উত্তরে লিটনের জবাব বাস্তবমুখী, 'ব্র্যান্ডেড ক্রিকেট বলতে আমি কিছু বোঝাতে চাই না। খেলার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এক ম্যাচে যেখানে ২০০ রান তাড়া করতে হতে পারে, অন্য ম্যাচে হয়তো ১৪৫ রানও যথেষ্ট। আমি চাই খেলোয়াড়রা ম্যাচের প্রয়োজনে খেলুক এবং প্রতিটি মুহূর্তে গেমে ইনভলভ থাকুক।'
৩০ বছর বয়সী এই ব্যাটার আরও যোগ করেন, প্রতিটি খেলোয়াড়ের উচিত দলের জন্য সেরাটা দেওয়া, সেটা ২০ বলে ৪০ রান হোক বা প্রয়োজন অনুযায়ী ২০ বলে ১৫ রান। দলের প্রয়োজনটাই আগে।
বিডি প্রতিদিন/মুসা