চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার শান্তির হাট বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১২ মে) দুপুরে চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দেখা যায়, ‘মির্জা ব্রেড অ্যান্ড সুইটস’ প্রতিষ্ঠানটি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করছে এবং পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়, যা তারা তাৎক্ষণিকভাবে পরিশোধ করে।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ভবিষ্যতে এমন অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করা হয়েছে।
অভিযান চলাকালে বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ীদের সচেতন করতে লিফলেট ও প্যামফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে সকল ব্যবসায়ীদের জন্য পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং নকল-ভেজাল ও অবৈধ মজুদ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহায়তা প্রদান করে।
বিডি প্রতিদিন/মুসা