নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়। এসময় জেলার দশ উপজেলার আহত তালিকার ৫৫ জন জুলাই যোদ্ধা হিসেবে গেজেট প্রাপ্ত উপস্থিত থেকে চেক গ্রহণ করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুখময় সরকারের সঞ্চালনায় এসকল চেক তুলে দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, নেত্রকোনা জেলার জন্যে জুলাই বিপ্লবে আহত সি ক্যাটাগরির মোট ১৩৭ টি চেক রয়েছে। তারমধ্যে গত বৃহস্পতিবার ৬৬ টি এবং সোমবার (১২ মে) আরও ৫৫ টি চেক তুলে দেয়া হয়। মোট এ পর্যন্ত ১২১ টি চেক দেয়া হয়ে গেছে। এছাড়াও আমাদের কাছে আরো ১৬ টি চেক রয়েছে। যারা অনুপস্থিত রয়েছেন তারা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে চেক নিয়ে যেতে পারবেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল