চার দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে নিজেদের বিলুপ্ত ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা সব ধরনের সামরিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করছে।
তুর্কি-কুর্দি সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার সময় এসেছে, বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে জানানো হয়, এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব নেবে। পিকেকে তাদের ‘ঐতিহাসিক মিশন’ শেষ করেছে বলে দাবি করে।
এখনো তুরস্ক সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পিকেকে’র এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তুরস্ক ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে প্রায় ৪০ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটল। এই দীর্ঘ যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
উল্লেখ্য, পিকেকে প্রধান আবদুল্লাহ ওজালান ১৯৯৯ সাল থেকে তুরস্কে যাবজ্জীবন সাজা ভোগ করছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে তিনি সব সশস্ত্র গ্রুপকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এই ঘোষণার ধারাবাহিকতায় সংগঠনটি নিজেদের বিলুপ্তির ঘোষণা দেয়।
সূত্র: শাফাক নিউজ, আলজাজিরা
বিডি প্রতিদিন/আশিক