আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে ৩৫ সফল মাকে ‘রত্নগর্ভা মা’ এবং আরেফিন বাদলকে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জনকে বিশেষ ও ২৫ জনকে সাধারণ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশেষ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়া রত্নগর্ভা মা হলেন- মিসেস সাহানা সিরাজ, মোছা. মুসলিমা খানম রানা, মিসেস স্মৃতি কণা বড়ুয়া, খাদিজা খন্দকার, মিসেস ফাতেমা আলম শাহানা, মিসেস সাহানা আকতার চৌধুরী, মিসেস অলকা ঘোষ, মিসেস শামছুন্নাহার হোসেন, মোছা. ফরিদা বেগম, সৈয়দা দিলরুবা খানম। এ ছাড়া ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল অ্যাওয়ার্ড’ পেয়েছেন তারকালোক সম্পাদক আরেফিন বাদল। রাজধানীর ঢাকা ক্লাবে গতকাল আয়োজিত অনুষ্ঠানের প্রধান ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন। বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ, ড্যাফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান, প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত, সরকারি বিজ্ঞান কলেজের সাবেক অধ্যাপক অনামিকা হক ও আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
এহছানুল হক মিলন বলেন, রত্নগর্ভা অনুষ্ঠানটি আমাদের দেশের জন্য বিরল ধারণা ছিল। এর যাত্রা শুরু করেছে আজাদ প্রডাক্টস। যাদের মা নেই, তারাই কেবল মায়ের মর্ম বুঝতে পারি। মায়েরা আমাদের যেভাবে বুকে ধারণ করেছেন, যেন সেভাবেই মাকে বুকে রাখি এবং সন্তানদের চেষ্টায় মা-বাবাদের জন্য বৃদ্ধাশ্রমগুলোর দরজা বন্ধ হোক। শাইখ সিরাজ বলেন, বিশ্বযুদ্ধ পরিস্থিতিতে অর্থ সংগ্রহের অসুস্থ প্রতিযোগিতা দেখা যাচ্ছে। সন্তানরা পারিবারিক সুশিক্ষায় বেড়ে উঠলে আগামীতে আমাদের অসুস্থ পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। এর আগে স্বাগত বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ভিউ কার্ড বিক্রির মাধ্যমে আজাদ প্রডাক্টসের যাত্রা শুরু হয়েছে। এর জন্য প্রথম সহযোগিতা করেন তারকালোক সম্পাদক আরেফিন বাদল। এমন সহযোগিতার প্রেরণা পারিবারিক শিক্ষা থেকে পাওয়া।
আজাদ প্রোডাক্টস ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৩-২৪’ পাওয়া ২৫ মা হলেন- মিসেস মারতুজা নুসরাত, মোছা. ফরিদা বেগম, মিসেস রাশিদা বেগম, মিসেস নাসিমা মান্নান চৌধুরী, বিবি মরিয়ম, মিসেস রোকেয়া খানম, মিসেস পিয়ারা বেগম, আফরোজা পারুল, মিসেস রোকসানা আক্তার, মিসেস হাসিনা আক্তার, বেগম সালেহা করিম, মিসেস ফাতিমা নার্গিস, মিসেস আনজুমান আরা বেগম, মিসেস সালমা আলম, মোছা. জোবেদা খানম, মোছা. রাজিয়া বেগম, মোছা. মাহমুদা বেগম, মিসেস কিশোয়ার জাহান, মোসা. ফাতেমা বেগম, মিসেস সুরাইয়া চৌধুরী, মিসেস রাবেয়া পারভীন বানু, আদরিনী সরকার, মিসেস হাছিনা আক্তার, মিসেস মনোয়ারা বেগম, অ্যাডভোকেট হালিমা আক্তার।