ছাত্রদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ দিন বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ আত্মপ্রকাশ ঘটবে। গতকাল ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে এসব তথ্য জানান আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জোনায়েদ।
ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জোনায়েদ ও রাফে সালমান রিফাতের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটবে এ প্ল্যাটফর্মের। জোনায়েদ জাতীয় নাগরিক কমিটির (জানাক) যুগ্ম আহ্বায়ক এবং রিফাত যুগ্ম সদস্যসচিব পদে ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের আগে তারা জানাক থেকে পদত্যাগ করেন।
ফেসবুক পোস্টে জোনায়েদ লেখেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হবে এ প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা। আর দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চাই। ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সাম্প্রদায়িক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়ায় কাজ করতে চাই।’