রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল তথ্যটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ছাইফুল ইসলাম। জানা গেছে, ‘সি’ ইউনিটে প্রথম শিফটে ৮৯ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের শিক্ষার্থী রোহান রহমান। দ্বিতীয় শিফটে ৮৪.৫০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী আহনাফ ফারহান ওহি। অবিজ্ঞান গ্রুপে ৮০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী হালিমা খাতুন।
এর আগে ২৬ এপ্রিল দেশের পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে দুই শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অংশ নেন।