অবৈধ দেশীয় মদ উৎপাদন ও সংরক্ষণের বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্ত নগর গ্রামে সেনাবাহিনীর একটি অভিযান পরিচালিত হয়েছে। সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী একটি অবৈধ দেশি মদ তৈরির কারখানার সন্ধান পায়। অভিযান চলাকালে কারখানা থেকে চারজন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। একইসঙ্গে প্রায় ৪৫ লিটার প্রস্তুতকৃত দেশি মদ এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়, যা দিয়ে মদ তৈরির প্রস্তুতি চলছিল।
আটককৃতরা হলেন -বাসনা রানী, উজ্জল, বিমলা ও জগেস।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের এবং জব্দকৃত মাদকদ্রব্য গুরুদাসপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএম