ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘আমরা ভ্রাতৃত্ব ও সমৃদ্ধির বাংলাদেশ চাই। আমাদের প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ, এ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। দেশ গঠনে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। তাহলে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব।’ বুধবার সন্ধায় দিনাজপুর শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক। এর আগে বুধবার বিকালে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে ছাত্রশিবিরের দিনাজপুর শহর আয়োজিত সমাবেশে জাহিদুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ছাত্রশিবিরের কর্মীদের আধুনিক জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে।
এজন্য শিবির কর্মীদের মধ্যে সততা থাকতে হবে। তিনি সবাইকে সততার সঙ্গে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মোশফিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।