চট্টগ্রাম নগরের আসকার দীঘির উত্তর পাড় এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল দুপুরে এস এস খালেদ রোডে নির্মিত ভবনটির অবৈধ অংশ ভাঙার কাজ করে। তা ছাড়া অবৈধ অংশ ভাঙতে ভবনমালিককে নোটিস দেওয়া হয়। আজ আবারও চলবে অভিযান। নগরের জামালখান এস এস খালেদ রোডের পাহাড়টি ‘গ্রিন্ডলেজ ব্যাংকের পাহাড়’ নামে পরিচিত। এখানে পাহাড় কেটে ‘স্বপ্নীল ফ্যামিলি ওনার্স’ নামের একটি আবাসন প্রতিষ্ঠান ৯২টি পরিবারের জন্য তিনটি আলাদা ভবন নির্মাণের কাজ করছে।
জানা যায়, ২০২৩ সালের ১৩ এপ্রিল সিডিএর ইমারত নির্মাণ কমিটির কাছ থেকে তিনটি বেজমেন্ট ও ১৪ তলা (পাহাড়ে বেজমেন্ট হয় না; বাস্তবে তিনটি পার্কিং ফ্লোর, ১৪ তলা আবাসিকসহ মোট ১৭ তলা) ভবনের অনুমোদন নেওয়া হয়। তবে পাহাড় না কাটাসহ ৮৭টি শর্ত দিয়েছিল সিডিএ। এসব শর্তের কোনোটিরই তোয়াক্কা করেনি ডেভেলপার প্রতিষ্ঠান ‘স্বপ্নীল ফ্যামিলি ওনার্স’। সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, ‘নগর পরিকল্পনার বাইরে গড়ে ওঠা যেকোনো অবৈধ স্থাপনা, বিশেষ করে পাহাড় কেটে নির্মিত ভবন শহরের পরিবেশ ও নিরাপত্তার জন্য বড় হুমকি। বর্ষায় এসব এলাকায় ভূমিধস ও প্রাণহানির ঝুঁকি থাকে। তাই এসব স্থাপনার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।’