বগুড়ায় বিষাক্ত মদ্য পানে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও দশজন। শুক্রবার (২৮ মার্চ) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে শহরের ঠনঠনিয়া এলাকায় কয়েকজন বন্ধু মিলে মদ পান করেন। মদপানে যারা মৃত্যুবরণ করেছেন তারা হলেন বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়া এলাকার আওরঙ্গজেব ওরফে চিংটু, হাড়িপাড়া বটতলা এলাকার মো. রাসেল এবং জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আবেদ আলী। এদের প্রত্যেকের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ জানান, হাসপাতাল মর্গে তিনজনের লাশ রয়েছে। তবে তারা কিভাবে মারা গেছে ফরেনসিক রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না। আমরা শুনেছি তিনজন ছাড়াও আরো বেশ কয়েকজন অসুস্থ হয়ে অন্যান্য হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।