বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। এই কথা বলে দেশে বিভাজন সৃষ্টি করছে। বাংলাদেশে ৭১-সালে একবার স্বাধীনতার যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে আমরা জিতেছি। একটি পতাকা পেয়েছি। একটি মানচিত্র পেয়েছি। অথচ একটি দল ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তারা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে। হত্যায় শামিল হয়েছে। তারা যদি এখন মুক্তিযুদ্ধের কথা বলে তাদের মুখে সেটা মানায় না। তারা দ্বিতীয় স্বাধীনতা বলে দেশে বিভাজন সৃষ্টি করছে। তাই আজকে আমাদের শপথ নিতে হবে-বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। গতকাল সকালে মহান স্বাধীনতা দিবসে সিরাজগঞ্জ ইলিয়ট ব্রিজের পূর্বপাড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।